স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিল ও ১ টি টয়োটা মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ী মোঃ কাজী নিয়াজ মোর্শেদ ফিরোজ (৩১)ও মোঃ ইকবাল হোসেন (৪৫) কে আটক করে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের মধ্যে কাজী নিয়াজ মোর্শেদ ফিরোজ যশোর কোতোয়ালি থানাধীন দিয়া পাড়া গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে ও ইকবাল বাঘারপাড়া থানার পার কুল গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী গতকাল সোমবার রাত আনুমানিক পোনে বারটায় গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন, সংগীয় এসআই(নিঃ)মোঃ আমিরুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানার
পালবাড়ি টু চুরামনকাঠি রোড সংলগ্ন নতুন খয়েরতলা হার্টিকালচার সেন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি মোঃ কাজী নিয়াজ মোর্শেদ ফিরোজ ও ইকবাল হোসেনকে ৫০ বোতল ফেনসিডিল ও ১ টি টয়োটা মাইক্রোবাসসহ গ্রেফতার করে।
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন।
(
শেয়ার করুন