যশোরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১২

জাতীয়
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর র‌্যাব-৬ রেলস্টেশন এলাকায়  অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ ১২ জনকে আটক করেছে।
গতকাল  রোববার (৯ জুলাই) রাতে রেলস্টেশনের হরিজন পল্লীতে অভিযান চালিয়ে ২৪২ পিস বডি স্প্রে, ২০১১ পিস ফেইস ওয়াস, ৯৪ পিস তেল, ১৬১৬ পিস শন পাপড়ী, ৫২০ পিস নেহা মেহেদী, ২৫২ পিস কোলগেট পেস্ট, ৬০৮০ পিস বিভি উদ্ধার করে।
র‍্যাবের অভিযানে পাবনা জেলার সাথিয়া থানার নাগ ডেমরা গ্রামের সরোয়ার হোসেন (৪৩), খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার আরবপুর, গোরাপাড়া গ্রামের শুভ দাস (২৫), খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার সোনাডাঙ্গা গ্রামের শুভ দাসের স্ত্রী টুম্পা দাস (২৩), যশোর শহরের ঘোপ নওয়াপাড়ার মোঃ সবুজ হাং এর স্ত্রী জোসনা খাতুন (৩২), বেনাপোলের ভবেরবেড় মধ্যপাড়ার শিল্পি বেগম (৪৮), যশোরের হরিজন কলোনীর মৃত রামকুমার দাসের স্ত্রী রীনা রানী দাস (৪৮), যশোর রেলবাজার সুইপার কলোনীর দিপু কুমার দাস (২৬), রেলগেট কলাবাগনপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী সালমা বেগম (৫০), রেল গেট পশ্চিমপাড়ার ফুলি বেগম (৪২), অভয়নগর থানার নওয়াপাড়া গ্রামের হাশেম আলীর স্ত্রী লিলি বেগম (৪০), বেনাপোল ভবের বেড় গ্রামের আব্দুর নুর রিপনের স্ত্রী রুপালী খাতুন (৩২), একই গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী কুলসুম খাতুন (২৩)  গ্রেফতার হয়।
এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *