স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)- এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য গোলাম রেজজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।