যশোরে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের গণ অনশন

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

সাাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ ও সরকারী দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন সহ ৭ দফা দাবীতে যশোর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের উদ্যোগে যশোরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল-সন্ধ্যা গণ অনশন কর্মসূচী পালন করা হয়েছে।
২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ, দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ণ, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথভাবে বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবীতে আজ (২২অক্টোবর) শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণ অনশন কর্মসূচী পালন করা হয়।

যশোর জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার দত্ত, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষাল , জোগেশ পাল, রবিন সন বিশ্বাস, অসিম কুমার মন্ডল ও সঞ্জয় রাসেল পালসহ এই গনঅনশন কর্মসুচিততে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপ্না রানী বিশ্বাস।

এছাড়া এই গণ অনশন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ইকবাল কবির জাহিদ,জেলা কমিটির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ভিটু,সম্মালিত সাংস্কৃতিক জোটের নেতা সুকুমার দাস,সানোয়ার আলম খান দুলু,মাহমুদ হাসান বুলু,ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *