স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জোছনা(৪৫) ও মোঃ সুলতান ঢালী (৩৮)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদ্বয় বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া পশ্চিম পাড়ার সামছুর রহমানের স্ত্রী ও মৃত মরু ঢালীর ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টীম আজ (০৮ জুলাই) শুক্রবার বিকাল পোনে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের গ্রেফতারকৃত আসামী জোসনার বসতবাড়ির দক্ষিণ দোয়ারী একতলা বিল্ডিং ঘরের পূর্ব পাশে রুমের ভিতরে খাটের নিচে মাটিতে পুতে রাখা ১০ কেজি গাঁজা এবং একই টিম আজ বিকাল চারটায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন একই গ্রামের আসামী মোঃ সুলতান ঢালীর একতলা ভবনের ৩রুম বিশিষ্ট বসত বাড়ির পশ্চিম পার্শ্বের রুমের মধ্য থেকে ০৫ কেজিসহ সর্বমোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন এবং ২ জনকে গ্রেফতার করেন।
এ সংক্রান্ত বিষয়ে গোয়েন্দা শাখার এসআই শাহীনুর রহমান বলেন, ইদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছে। আর তাই মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এ অভিযান।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।