যশোরে ২ দিন ব্যাপি তথ্য মেলা শুরু

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব”- এই স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় যশোরেও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), যশোরের আয়োজনে ও বিভিন্ন সরকারি-বেসরকারী সেবা দানকারী প্রতিষ্ঠানের অংশগ্রহনে দুই দিন ব্যাপী পালিত হচ্ছে তথ্য মেলা।

আজ বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টায় কালেক্টর চত্বরে মেলার উদ্বোধন করেন যশোর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান। উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির সভাপতি শাহীন ইকবাল উপস্থিত ছিলেন।

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ স্লোগান দেয়া হয়। মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল দেয়া হয়েছে। এসব স্টলে সরকারি সেবার তথ্য দেয়া হচ্ছে। দেশে সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ, টেকসই উন্নয়ন ও গণতন্ত্র সমুন্নত রাখতে জনগণকে সচেতন করতে এবং তথ্য অধিকার আইনের সঠিক প্রতিফলন ঘটাতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

তথ্য মেলা ৭ ও ৮ ডিসেম্বর প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় যশোর টাউন হল মাঠ হতে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, সনাক যশোরের আয়োজনে দুর্নীতিবিরোধী বর্ণাঢ্য “সাইকেল র‌্যালী” অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *