যশোরে ৪৪২ বোতল ফেনসিডিল ও পিক-আপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয়

 

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৪৪২ বোতল ফেনসিডিল ও পিক-আপসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসরাফিল (২২)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইসরাফিল যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পোনে তিনটায় ডিবি যশোরের এসআই নিতাই চন্দ্র দাস, এসআই রইচ আহমেদ, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানার চুড়ামনকাঠি উত্তরপাড়ার ঈদগাহ জামে মসজিদের পূর্বপাশে যশোর টু ঝিনাইদহগামী পাঁকা রাস্তার উপর হতে একটা পিক-আপ গাড়ীতে বিশেষ কায়দায় ফিটিংস অবস্থায় লুকিয়ে রাখা ৪৪২ ( চারশত বিয়াল্লিশ)বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসরাফিলকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য মূল্য অনুমান ২৩,২৬,০০০/= (তেইশ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা।

এ সংক্রান্ত বিষয়ে এসআই নিতাই চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *