স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোরের শিল্প শহর অভয়নগর উপজেলায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নাজিম ভূঁইয়া (১৯)কে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে অত্র উপজেলার নওয়াপাড়া পৌরসভার মশরহাটি গ্রাম থেকে তাকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাজিম মাগুরা জেলার শালিখা থানার সিংড়া গ্রামের ইসমাইল ভূঁইয়ার ছেলে।সে বর্তমানে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার মশরহাটি গ্রামের জনৈক মিলন খন্দকারের ভাড়া বাসায় থাকে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মনিরুল ইসলাম, এএসআই শিলন আলী, উপজেলা আনসার ও ভিডিপি ১নং ওয়ার্ড দলনেতা বিপ্লব হোসেন মোল্যাসহ পুলিশের একটি চৌকস টীম আজ ভোরে মশরহাটি গ্রামে অভিযান পরিচালনা করে নাজিম ভূইয়াকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন এবং তার সাথে থাকা অপর আসামী সজীব মোল্যা দৌড়ে পালিয়ে যায়।
উল্লেখিত ঘটনায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় অভয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন