যশোর অঞ্চলে ৪দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনূভূত

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আজ ১১ আগষ্ট ( বৃহস্পতিবার) বিকাল ৫ টা ২৯ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য যশোর, খুলনা,ঝিনাইদহ ও কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪।তবে যশোরসহ পার্শ্ববর্তী কোন জেলায় ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প শুরু হওয়া মাত্র গুগলের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ফোনে একটি সতর্কবার্তা চলে আসে। গুগলের তথ্য থেকে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল যশোরের চৌগাছা উপজেলা। যা ভারতের পশ্চিমবঙ্গসহ যশোর, খুলনা অঞ্চলে অনুভূত হয়েছে।

যশোর আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের খবর আমরাও পেয়েছি মোবাইলের সতর্কবার্তার মাধ্যমে। এ বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। গুগলের মাধ্যমে তারা জানতে পেরেছে যশোরাঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল চৌগাছা উপজেলা।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইফুল ইসলাম সবুজ বলেন, ভূমিকম্পের কথা লোকমুখে ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং আমি নিজেই অনুভব করেছি। আমার ঘরের আসবাবপত্র কেঁপে উঠেছিল।
তবে এখনও পর্যন্ত উপজেলা এলাকায় কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *