যশোর জেলা ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নিন্দা

জাতীয় রাজনীতি

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আজ যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক কাজী তৌফিক এলাহী টনিকে আটক করে মিথ্যা মামলা, ছাত্রদলের সহ-সভাপতি বেনজির বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম তুহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমামুল ইসলাম, যশোর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ জহির উদ্দিনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক ব্যক্তিকে আসামী করে বানোয়াট মামলা দেওয়ার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ নেওয়াজ ইমরান এবং ছাত্রনেতা টনিসহ সকলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।


আজ এক বিবৃতিতে তারা বলেন-পুলিশ আজ নিজেদের শপথ ভঙ্গ করে প্রজাতন্ত্রের কর্মচারী থেকে জনসমার্থনহীন ফ্যাসিবাদী সরকারের রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্র পুনরোদ্ধারের পথকে অবরুদ্ধ করতে হামলা-মামলা-গ্রেফতারের পথ বেঁছে নিয়েছে৷ তবে হামলা-মামলা-জেল-জুলুম-নির্যাতন চালিয়ে কখনই গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সিপাহীদের সাহসী পদযাত্রাকে রুখে দেওয়া যায় না। দমন-পীড়নের মাত্রা যত বেশি হবে নেতা-কর্মীদের মনোবল তত বেশি ইস্পাত কঠিন আকারে রূপ নেবে। রাতের আঁধার যত গভীর হয়, ভোরের সোনালী আলো ততই সন্নিকটেআসে। অচিরেই গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নির্যাতিত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে ভেসে যাবে নব্য বাকশালী স্বৈরাচারের সকল ষড়যন্ত্র, জিয়া পরিবারের নেতৃত্বে আসন্ন গণ-আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের আকাশে উদিত হবে গণতন্ত্রের স্বাধীন সূর্য, এটাই চলমান আন্দোলনে সকলের অঙ্গীকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *