স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশের হাতে অস্ত্রধারী সন্ত্রাসী
নাজমুল হোসাইন প্রিন্স (৩৫) আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হয়েছে।
গতকাল বুধবার (১১ জানুয়ারি) যশোর জেলার কোতয়ালি থানার উপশহরের ভাড়াবাড়ি থেকে ০১টি বিদেশী পিস্তল ও ০১টি মোবাইলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাজমুল কোতয়ালি থানার যোগী( ইছালী) গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলার আইন-শৃংখলা উন্নয়নে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধারে জেলা গোয়েন্দা শাখার টিম প্রতিনিয়ত অভিযান পরিচলনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন ও সঙ্গীয় এএসআই (নিঃ) রঞ্জন কুমার বসুসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে গঠিত একটি চৌকস টীম গতকাল
কোতয়ালী মডেল থানাধীন উপশহর বি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী নাজমুল হোসাইন প্রিন্সকে আটক করেন এবং স্বীকারোক্তি অনুযায়ী তার ভাড়া বাসা থেকে ০১টি সচল বিদেশী পিস্তল ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করেন।
এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) একটি মামলা দায়ের করা হয়েছে যার নং ২৪।
শেয়ার করুন