স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর শহরের গাড়িখানা রোডের পেট্রোল পাম্পে সামনে একসাথে তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে আটটায় গাড়িখানা রোডের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
ছুরিকাহত ব্যক্তিরা হলেন- শহর ঘোপ সেন্ট্রাল রোড এলাকার কামরুজ্জামানের ছেলে সেতু (২০), ষষ্ঠীতলার ফরিদ হোসেনের ছেলে সজীব (২০) ও ঘোপ সেন্ট্রাল রোডের ভাড়াটে আক্তারের ছেলে অনু (২০)।
আহতরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাড়িখানা রোডের পেট্রোল পাম্পের সামনে বসেছিলাম। হঠাৎ অজ্ঞাতনামা ৫-৬ জন মোটর সাইকেল যোগে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসকরা জানিয়েছেন-আহত তিনজনই আশঙ্কামুক্ত।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ছুরিকাঘাতের ঘটনা শুনেছি। আহতরা হাসপাতালে আছে।
শেয়ার করুন