স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
সীমান্তবর্তী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর থেকে ১ কেজি ৭শত ৪৯ গ্রামের ১৫ পিচ স্বর্ণের বারসহ কিশোর ইমানুর রহমান (১৯) কে গ্রেফতার করে বর্ডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি)।
গ্রেফতারকৃত ইমানুর বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাতটায় বেনাপোলের দৌলতপুর -পুটখালী সীমান্ত সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন – গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর -পুটখালী সড়কের উপর অভিযান পরিচালনা করে সাইকেল আরোহী ইমানুরকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী সাইকেলে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ কেজি ৭ শত ৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।উদ্ধার সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা।
উল্লিখিত ঘটনায় আসামিকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।