যানজটে পড়ায় নয়, দায়িত্বে অবহেলায় মুরাদনগরের ওসিকে প্রত্যাহার’

জাতীয়

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, ‘আমি যানজটে পড়েছি সে কারণে নয়, মুরাদনগর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে, কারণ তিনি দায়িত্বে অবহেলা করেছেন। রোববার (২১ আগস্ট) সকালে ঢাকা পোস্টকে এ কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকায় প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। এটা প্রতিদিনের ঘটনা। প্রতিদিন যদি ঘটনা ঘটে সেখানে পুলিশের কিছু দায়িত্ব আছে। এখানে গতকাল (শনিবার) মনে হয়েছে, পুলিশ ইচ্ছে করলে যানজটটা সমাধান করতে পারে। রাস্তার এক পাশে কাজ চলছে। আরেকটা লেন খোলা আছে। দুই পাশে দুজন পুলিশ সদস্য দাঁড় করিয়ে দিয়ে এখানে যানবাহন সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায়।’

তিনি বলেন, ‘আমি দেখলাম সেখানে বিশাল জ্যাম তৈরি হয়েছে। কোনো দিকেই গাড়ি যাচ্ছে না। আমি তখন জিজ্ঞেস করে জানতে পারি ওসি বাসায়। ওসি বাসায় অথচ ঘটনাস্থলে যানজট প্রতিদিনের ঘটনা। পরে ওসি জবাব দিল, যানজট নিরসন হাইওয়ে পুলিশের কাজ, তার কাজ নয়। হাইওয়ে পুলিশ ১২শ সদস্য নিয়ে সারা দেশ চালায়। ওসি এই কথা কীভাবে বলে। আমার কাছে মনে হয়েছে, যানজট নিরসনে তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। জনদুর্ভোগ লাগব করার জন্য যে ভূমিকা পুলিশের পালন করার কথা ছিল তা তিনি করেননি। তার কাজে ঘাটতি ছিল বলে তাকে মুরাদনগর থেকে প্রত্যাহার করেছি।’

ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘যে দায়িত্ব নিয়ে জনদুর্ভোগটি দূর করতে পারবে বলবে, সে যাবে। বিষয়টা ছোট। আমি আটকা পড়েছিলাম বিষয়টা সেটা না। আমাকে মানুষজন আরেক দিক দিয়ে নিয়ে গেছে, আমি চলে গেছি। বিষয়টা সেটা না। এখনও কোম্পানিগঞ্জে যানজট আছে। আজ অতিরিক্ত পুলিশ সুপারকে পাঠিয়েছি কোম্পানীগঞ্জে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *