যুক্তরাজ্যে উচ্চতর ডিগ্রী অর্জন করলেন সৎপুর মাদরাসার সাবেক শিক্ষার্থী আলমগীর

সিলেট

স্টাফ রিপোর্টার

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ড’র লন্ডন ক্যাম্পাস থেকে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার প্রাক্তন কৃতী ছাত্র ও হুসাইনিয়া ছাত্র সংসদের সাবেক ভিপি মাওলানা আলমগীর হোসাইন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয় কর্তৃক সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে কর্তৃপক্ষ তার হাতে সনদপত্র ও সম্মাননা তুলে দেন।

মাওলানা আলমগীর সিলেট বিভাগের বিশ্বনাথ উপজেলাধীন ঐতিহ্যবাহী সৎপুর গ্রামের বাসিন্দা। তিনি সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা থেকে জিপিএ ফাইভ পেয়ে কৃতিত্বের সাথে দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে একই প্রতিষ্ঠান থেকে কামিল হাদিস বিভাগে ফাস্ট ক্লাশ পেয়ে মাদরাসা শিক্ষাজীবন সমাপ্ত করেন। এছাড়াও তিনি সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

মাওলানা আলমগীর তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য পরিববার, আত্নীয়স্বজন, উস্তাদবৃন্দসহ সকলের নিকট দুআ চেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *