যুক্তরাজ্যে সর্বকনিষ্ঠ কাউন্সিলর হয়ে ইতিহাস গড়লেন সিলেটী যুবক ইসমাঈল

সিলেট

স্টাফ রিপোর্টীর:

যুক্তরাজ্যে গত অর্ধ শতাব্দী ধরে সিলেটীরা প্রায় সকল ক্ষেত্রেই তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে আসছেন ।একেকজন তাদের প্রতিভার আলোয় আলোকিত করেছেন গোটা বাঙালী কমিউনিটি। আর এ ক্ষেত্রে তরুণ প্রজন্ম অনেকটাই এগিয়ে।
এদেরই একজন ইসমাঈল উদ্দিন। বয়স মাত্র ১৯। গড়ছেন নতুন এক ইতিহাস। যুক্তরাজ্যের ইয়র্কশায়ার এর ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলে গত ২রা মে অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনে ঈসমাইল উদ্দিন মাত্র ১৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ বাঙালী বংশোদ্ভূত কাউন্সিলর হয়ে এই কীর্তি স্থাপন করেন।

বিলাতের মাটিতে পাঁচ দশক পূর্বে এই ব্রাডফোর্ড কাউন্সিলে ১ম বাঙালী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে সিলেটের মনোয়ার হোসেন যে ইতিহাস গড়েছিলেন তা আজ আবার নতুন রূপে আরেক কীর্তি গড়লেন এই ঈসমাইল উদ্দিন। কাকতলীয় ভাবে দুজনের বাড়ীই সিলেটের বিশ্বনাথ উপজেলায়।

জানাগেছে যুক্তরাজ্যের ইয়র্কশায়ার অঞ্চলের ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বোউলিং এন্ড ব্যাকারএন্ড ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন মাত্র ১৯ বছর বয়সী সিলেটী বংশোদ্ভূত ঈসমাইল উদ্দিন । এই ব্রাডফোর্ড সিটি কাউন্সিলে ১৯৭৩ সালে বিশ্বনাথ উপজেলার হাজারীগাও গ্রামের মনোয়ার হোসেন ১ম বাংলাদেশী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন। এর ধারাবাহিকতায় প্রতি বছরই যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিলে বিপুল সংখ্যক বাঙালী কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। তবে যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে জন্মগ্রহণকারী ঈসমাইল মাত্র ১৯ বছর বয়সে

কাউন্সিলর হয়ে নতুন এক কীর্তি স্থাপন করলেন। ঈসমাইল সম্ভবত ১ম বাঙালী বংশোদ্ভূত যুক্তরাজ্যে সর্বকনিষ্ঠ ১ম কাউন্সিলর। গত ২রা মে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দি লেবার পার্টি থেকে তিন বারের নির্বাচিত কাউন্সিলর হাসান খানকে ১৮২ ভোটের ব্যবধানে হারিয়ে বাজিমাত করেন এই তরুণ। ঈসমাইল উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১,৫৩২ টি ভোট পান। ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বোউলিং এন্ড ব্যাকারএন্ড ওয়ার্ডে ৭০ শতাংশ ভোটারই পাকিস্তানী বংশোদ্ভূত ও বাকী ৩০ শতাংশ ভোটার বাংলাদেশী এবং অন্যান্য দেশের নাগরিকরা বসবাস করেন।কিন্ত ফিলিস্তিন ইস্যুতে অধিক সোচ্চার এই তরুণ ব্রাডফোর্ড এ নতুন এক গণজাগরণ সৃষ্টি করতে সক্ষম হন। আর তার ফল তিনি এই নির্বাচনে ভালই ভাবে পেলেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে সকল কমিউনিটির ভোটারদের মন জয় করতে সক্ষম হন।

ঈসমাইল উদ্দিন ২০০৪ সালের জুলাইতে ব্রাডফোর্ড শহরে জন্মগ্রহণ করেন।ঈসমাইল ছোটবেলা থেকেই ছিল প্রখর মেধাবী। সে ব্রাডফোর্ড হ্যানসন একাডেমীতে মাধ্যমিক শিক্ষার সময় ছিল স্কুল ক্যাপ্টেন এবং ব্রাডফোর্ড ডিকসন কলেজের ষ্টুডেন্টস ইউনিয়নের নির্বাচিত প্রেসিডেন্ট। বর্তমানে সে লীডস ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স এ অধ্যয়নরত। সেখানকার মুসলিম ষ্টুডেন্ট ফেডারেশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা জমির উদ্দিন ও গৃহিনী আসমা বেগমের এর ১ম পুত্র। ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে সে ২য়। ঈসমাইল উদ্দিন এর দাদা মরহুম হাজী ছনই মিয়া ছিলেন বিশ্বনাথ এর প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *