যুক্তরাজ্যে স্পাউস ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত!

বিশ্ব

যুক্তরাজ্যে যারা পারিবারিক ভিসায় বা স্পাউস ভিসায় আসতে চান তাদের আয়ের সীমা বছরে ৩৮,৭০০ পাউন্ড বৃদ্ধি করা থেকে সরকার পিছিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি ৭ ডিসেম্বর ঘোষণা করেছিলেন, কেউ যদি তার সঙ্গী বা ডিপেন্ডেন্টকে যুক্তরাজ্যে আনতে চায় তবে তার উপার্জিত সমপরিমাণ অর্থ উপার্জন করতে হবে।

তবে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত একটি নথিতে বলা হয়েছে, থ্রেশহোল্ড এখন প্রাথমিক বাস্তবায়নের অংশ হিসেবে বছরে ২৯ হাজার পাউন্ড নির্ধারণ করা হবে। বর্তমানে যার পরিমাণ ১৮ হাজার ৬০০ পাউন্ড। যদি আর কোনো পরিবর্তন না আসে তবে এ পদক্ষেপ বসন্তে তথা আগামী এপ্রিলে কার্যকর হবে।

হোম অফিস বিষয়ক মন্ত্রী লর্ড শার্প একটি লিখিত সংসদীয় প্রশ্নের উত্তরে পরিকল্পনা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তিনি বলেছিলেন, বিদেশি জীবনসঙ্গী আনার ক্ষেত্রে ৭৫% শ্রমজীবী ১৮ হাজার ৬০০ পাউন্ড থাকাকালীন যুক্তরাজ্যে প্রবেশ করতো। তবে থ্রেশহোল্ড ৩৮ হাজার ৭০০ পাউন্ডে বৃদ্ধি করায় এ সুবিধা ৩০%-এ নেমে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *