যুক্তরাজ্য প্রবাসী রুহুলকে নিয়ে বন্ধুদের আড্ডা ও সম্মাননা প্রদান

মৌলভীবাজার

যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিনকে সম্মাননা প্রদান করেছে এসএসসি ‘৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা শাখা। ১৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়ার একটি রেস্তোরাঁয় এই সম্মাননা প্রদান করা হয়। প্রবাসী বন্ধু রুহুলের সাথে অনেকদিন পর দেখা হয় স্কুল জীবনের সহপাঠীদের। স্মৃতিচারণ আর একে অপরের সাথে কুশল বিনিময়ে আড্ডায় ফিরে আসে অতীতের মুগ্ধ সময়। ফেলে আসা শৈশবের দিনগুলো বন্ধুদের নিয়ে যায় নস্টালজিয়ায়। বন্ধুদের নিয়ে ভবিষ্যতে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ারও আভাস আসে এই আড্ডায়। এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে আহ্বায়ক সঞ্জয় দেবনাথ শুভেচ্ছা বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুহুল আমিন। বন্ধুদের আড্ডায় উপস্থিত ছিলেন

নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম খান বাবলা, মো. সাদিকুর রহমান, শাহীন আহমদ, মিশকাত মজিদ রুহিন, তাফহীম আহমদ শিমুল, শাহীন আহমদ, মঈন উদ্দিন, সামছু খান, শফিকুল ইসলাম জায়েদ, শাহরিয়ার আফজল মাসুম, কাওসার আহমেদ নিপার,
আশিকুল হক চৌধুরী, নজীব আলী, ফয়েজ আহমেদ, আরিফুল প্রমুখ।
সবশেষে রুহুল আমিনকে এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
প্রসঙ্গত, ‘আমরা দৃঢ় হতে চাই ঐক্যের বন্ধনে’ এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে এসএসসি ৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা প্রবাসে অবস্থানকারী বন্ধুরা দেশে এলে তাঁদের সম্মানে আড্ডার আয়োজন করে আসছে অনেকদিন ধরে। যার ফলে বন্ধুদের মাঝে একে অপরের প্রতি যোগাযোগেরও সেতু রচনা করছেন তাঁরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *