যুক্তরাজ্য বিএনপি নেতার উদ্যোগে কোম্পানীগঞ্জে ৩শ’ দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেট

নাহিম মিয়া, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

যুক্তরাজ্য বিএনপি নেতার উদ্যোগে কোম্পানীগঞ্জে ৩শ’ দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিলেটের ছালিয়া গ্রামের ঐতিহ্যবাহী “বড়বাড়ি-পাখিবাড়ি’র কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সালুটিকর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও যুক্তরাজ্য বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুল হকের পক্ষ থেকে হত দরিদ্র, অসহায় বানভাসি ৩শ’টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার ২৮শে সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন বাজারে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল এর পরিচালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জসিম হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি উপদেষ্টা নূর মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপি নেতা ইমদাদুল হক, বিএনপি নেতা এডভোকেট মোঃ আতিকুর রহমান, জিন্দাল হোসেন, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আফছর হোসেন, ওয়ার্ড বিএনপি সভাপতি আনিসুর রহমান, ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মুর্শেদ হোসেন, সদর উপজেলা বিএনপি নেতা শামীম হোসেন, খাদিম নগর ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, শিপলু, কোম্পানীগঞ্জ যুবদল নেতা ইব্রাহিম, সাদ্দাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ যুবদল নেতা জীবন, বাচ্চু, জালাল, আজগর, আব্দুল খালিক, ফরিদ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *