যুক্তরাষ্ট্রের ভোটাররা তাদের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দেবেন না: কমলা হ্যারিস

বিশ্ব

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেনশিয়াল নির্বাচন। নির্বাচনে ডেমোক্রেটিক দলের জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে রেখেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে আইওয়া অঙ্গরাজ্যের দলীয় ককাসে বড় জয় পেয়ে এই দৌড়ে তিনি এগিয়েও গেছেন কিছুদূর।
এবার এ নিয়ে মুখ খুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

তিনি বলেন,নির্বাচনের মাধ্যমে আবার হোয়াইট হাউসে ফিরে এলে তা খুব ভয়ংকর হবে। ওবামা কিছুদিন আগেই বলেছেন ট্রাম্প এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে ৯১টি ফৌজদারি মামলা রয়েছে এবং তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি। ফলে যুক্তরাষ্ট্রের ভোটাররা কখনোই তাদের ভবিষ্যত অন্ধকারের দিকে ঠেলে দেবেন  না বলে আমি মনে করি।
বুধবার( ১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের এবিসি নেটওয়ার্কের দ্য ভিউ টক শোতে কমলা হ্যারিস এ কথা বলেন।

সূত্র, সিএনএন।

 

কমলা হ্যারিস ট্রাম্পের ফিরে আসা ঠেকাতে তিনি ডেমোক্র্যাটদের পাল্টা লড়াই চালানোর আহ্বান জানান।
তিনি বলেন, আমরা ভয় পাচ্ছি বলে পালিয়ে যাবো না। মুখোমুখি লড়ব।
কিছুদিন আগেও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একই ধরনের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ট্রাম্পের ফিরে আসা নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। তার স্ত্রী মিশেল ওবামার গলার সুরও অনেকটা একই রকম শোনা গেছে।
মিশেল ওবামা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চয়ই খলনায়ককে নির্বাচিত করবেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *