ছাতক প্রতিনিধিঃ
ছাতক মধ্যবাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক ইলিয়াছ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে ছাতক মধ্যবাজার ব্যবসায়ী পরিষদের আয়োজনে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। শনিবার রাতে শহরের এসআর চৌধুরী কমপ্লেক্স’র দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন প্রবীন ব্যবসায়ী হাজী নুরু মিয়া তালুকদার। ছাতক মধ্যবাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক সাদিক তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি ইলিয়াছ মিয়া চৌধুরী, ছাতক মধ্য বাজার ব্যবসায়ী পরিষদের উপদেষ্টা, ব্যবসায়ী ও প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, ব্যবসায়ী ও উপদেষ্টা মহন্ত কুমার রায়, মধ্যবাজার ব্যবসায়ী পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, ব্যবসায়ী সামসুর রহমান বাবুল, ড়াক্তার রেদওয়ানুল হক আরজু, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অধ্যাপক ফখর উদ্দিন স্বপন, ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক সাইদুল আলম মধু প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মধ্যবাজার ব্যবসায়ী পরিষদের সহ-সভাপতি মৃদুল কান্তি দে, কোষাধ্যক্ষ আজাদ মিয়া, সহ কোষাধ্যক্ষ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, ব্যবসায়ী হাজী আলী আকবর, আব্দুল কাইয়ুম, আব্দুল মুকিত, হেলাল মিয়া, আব্দুল মনাফ, রুকন মিয়া, রাজু আহমদ, ভুলু মিয়া, বদরুল আলম, হাবিবুর রহমান, বিল্লাল মিয়া, জগলু আহমদ, রুনু ঘোষ, সেলিম আহমেদ, ভুপেন্দ্র দাস, লুৎফুর রহমান, জাকির হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুস শহিদ ও দোয়া পাঠ করেছেন চাঁদনী ঘাট জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা হিফজুর রহমান। শেষে ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ক্রেস্ট, উপহার সামগ্রী প্রদান ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।##
শেয়ার করুন