জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই ঘুণে ধরা বেতমিজ সমাজকে পরিবর্তনের জন্য যুবকদেরকে আরেকবার এগিয়ে আসতে হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা তোমাদের জন্য একটি সভ্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এই প্রশান্তি নিয়ে দুনিয়া থেকে যেতে চাই যে, আমাদের পরবর্তী বংশধর একটা কোরআনিক-মানবিক সমাজ পেয়েছে। সেই সমাজ কায়েমের জন্য প্রয়োজনে নিজেকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
যুবকদের হাত দিয়ে ছাড়া দুনিয়ার কোনো সমাজ পরিবর্তন হয়নি মন্তব্য করে জামায়াত আমির আরো বলেন, রাসুলের (সা.) পরে দুনিয়ার শ্রেষ্ঠ শাসন ছিল খোলাফায়ে রাশেদীনের শাসন। আমরা আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। যদি কোরআনিক সমাজ কায়েম থাকে তাহলে ইনশাআল্লাহ যে দলই করেন না কেন, কোনো বিভেদ থাকবে না। সমাজে যারাই বসবাস করবেন সবাই আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা ও সম্মানজনক কাজ পাবেন।
তিনি বলেন, বাংলাদেশে এমন একটি শাসন যদি ফিরে আসে কেমন হবে? এমনিতেই এটা আসবে না। ঐক্যবদ্ধ হয়ে শিষাঢালা প্রাচীর গড়ে তুলতে হবে। ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে। সবাইকে সংগঠিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। দলের স্থানীয় নেতা ও সমাজের গুণীজনেরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেয়ার করুন