সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য উমেদুর রহমান উমেদকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
শনিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নিবেদিত কর্মী উমেদকে গ্রেফতার ও হয়রানি গণতান্ত্রিক পরিপন্থী। যুবদলের নেতাকর্মীদের গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না। নেতৃবৃন্দ হয়রানীমূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। যুবদল নেতা উমেদুর রহমান উমেদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
শেয়ার করুন