বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা কমিটির সদস্য এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি যুবনেতা সপ্তর্ষী দাস সপ্তকে গতকাল সন্ধার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা কমিটির সভাপতি খায়রুল হাছান ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য যুবনেতা এডভোকেট নিরঞ্জন দাস খোকন গভীর উদ্বেগ প্রকাশ করে এক যৌথ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন যুবনেতা সপ্ত এভাবে নিখোঁজ হওয়া একটা স্বাধীন দেশে কখনওই বাঞ্ছনীয় নয়। দেশে মানুষকে গুম করার যে অপসংস্কৃতি চলমান তা কোন মানুষের কাম্য নয়।
নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনের প্রতি যুবনেতা সপ্তর্ষী দাসকে অবিলম্বে খুঁজে বের করে তার পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার জোরদাবি জানান। অন্যথায় যুব ইউনিয়ন যুবনেতা সপ্তর্ষী দাস সপ্তকে ফিরে পেতে গণ আন্দোলন গড়ে তুলবে।
শেয়ার করুন