রংপুরে পার্ক মোড়ের নাম হয়ে গেল ‌‘শহীদ আবু সাঈদ চত্বর’

জাতীয়

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) অন্যতম সমন্বয়ক আবু সাঈদের (২৪) স্মরণে রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ চত্বর নামকরণ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

তবে ইতোমধ্য গুগল ম্যাপের পার্ক মোড়ের জায়গায় শহীদ আবু সাঈদ চত্বর নামটি দেখা যাচ্ছে।

বুধবার (১৭ জুলাই) শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল, বিভিন্ন পেজ এবং বিভিন্ন গ্রুপে এ দাবি জানান।

ওবায়দুর রহমান নামের একজন বেরোবি, রংপুরফেসবুক গ্রুপে লিখেন, ‘এরইমধ্যে গুগল ম্যাপে পার্ক মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ চত্বর নাম করা হয়েছে। এখন বাকিটুকু আপনাদের। তাকে সম্মান করে তার নামে এই চত্বরকে ডাকবেন নাকি অন্য নামে!’

উল্লেখ্য, আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *