রওশনপুত্র সাদসহ ১০ নেতাকে জাপা থেকে অব্যাহতি

জাতীয়

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি এরশাদ সাদসহ ১০ কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

বৃহস্পতিবার (২১ মার্চ) জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিকবিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্মবিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনকে দলীয় সব পদপদবি থেকে অব্যাহতি দিয়েছেন জি এম কাদের।

তবে জাতীয় পার্টির একাংশের নেতৃত্ব দেওয়া রওশন এরশাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি জি এম কাদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *