রমজানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে : সিলেটে শিবিরের র‌্যালী

সিলেট

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর শিবিরের উদ্যোগে শনিবার র‌্যালী বের হয়। নগরীর কোর্ট পয়েন্ট থেকে র‌্যালীটি শুরু হয়ে শিশুপার্কের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের নেতৃত্বে শুরু হওয়া র‌্যালীতে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু। সভাপতির বক্তব্য শাহীন আহমদ নগরবাসীসহ দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, মাহে রমজানের আত্মশুদ্ধির জন্য ব্যাপকভাবে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। বেশি বেশি নফল ইবাদত, ফরয-ওয়াজিব সমূহ যথাযথ পালন ও রোযার হক আদায়ের ব্যাপারে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে।

তিনি বলেন, ধর্মপ্রাণ মানুষ যাতে এই রমজানে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সে জন্য রমজানে ইফতার, তারাবীহ ও সেহরীতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখতে হবে। র‌্যালীতে মহানগর অফিস সম্পাদক মাসুদ আলম, প্রচার ও মিডিয়া সম্পাদক নাঈম হোসাঈন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *