রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

সিলেট

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার নগরীর গোয়াবাড়ী পয়েন্টের খেলার মাঠে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও জেলা প্রশাসক সিলেট এর সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈমের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, জাতীয় শ্রমিকলীগ সিলেট সদর উপজেলা শাখার সভাপতি মকবুল হোসেন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দেব, যুক্তরাজ্য প্রবাসী জামিল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন গোয়াবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মতিউর রহমান মতিন, যুবলীগ নেতা সুজেল আহমেদ তালুকদার, তানভির আহমেদ, মিজান আহমেদ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি শওকত আলী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আলী হোসাইন রাহি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাবেদ আহমেদ, নির্বাহী সদস্য বাপ্পি হোসেন, সায়েক আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *