রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে শেখ রাসেল দিবস পালিত

সিলেট

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে শেখ রাসেল দিবস ২০২২ পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পালন করা হয়। শেখ রাসেল দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “শেখ রাসেল নির্মলতার প্রতিক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক”। শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠান সমূহের মধ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু এর সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের লেকচার গ্যালারী-১ এর সম্মুখে আয়োজিত শেখ রাসেল দিবসের আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ, ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার। এ সময়ে বক্তারা বলেন- “যদিও এ দিনটি শেখ রাসেল এর জন্মদিন, কিন্তু এ দিনটি জন্মদিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *