
রাঙামাটি শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় ভয়াবহ আগুনে পুড়েছে তিনটি বাস, পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি। রবিবার ভোররাতে এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস দ্রুত না আসায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।স্থানীয়রা জানান, ভোররাতে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা খাগড়াছড়ি-বান্দরবান রুটের তিনটি যাত্রীবাহী বাস পুড়ে যায়।
রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম শাকিল বলেন, ‘ভোর রাতে পুরাতন বাস টার্মিনাল এলাকায় পাঁচটি দোকান ও তিনটি বাস পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুর্শিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফার্নিচারের দোকানে মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫