রাঙ্গামাটিতে নানা আয়োজনে উদযাপিত হলো শান্তি চুক্তির ২৫ তম রজত জয়ন্তী

জাতীয়

আরিফুল ইসলাম সিকদার,রাঙামাটি:

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী (রজত জয়ন্তী) উপলক্ষ্যে শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্যজেলা পরিষদের আয়োজনে নানাবিধ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

এসময় রাঙ্গামাটি জেলার জাতি,ধর্ম ও সংস্কৃতি নির্বিশেষে আয়োজিত সকল কর্মসূচীতে জনসাধারণ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে।

সকাল সাড়ে নয়টায় রাঙ্গামাটির জেলা সদরে সকল জনসাধারণ কাধে কাধ মিলিয়ে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করে ক্ষুদ্রনৃগোষ্টির মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালি সমাপনান্তে উক্ত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এনডিসি পিএসসি,রাঙ্গামাটি জেলা প্রশাসক মো মিজানুর রহমান,রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসি প্রু চৌধুরি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম,রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতাব্বর, জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় দীপঙ্কর তালুকদার এমপিসহ অন্যান্য বক্তারা পার্বত্য শান্তি চুক্তির সাফল্য হিসেবে পার্বত্যাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বর্তমান সরকার ও নিরাপত্তা বাহিনীর বিভীন্ন উল্লেখযোগ্য অবদান বর্ণনা করেন।তারা পাহাড়ের অস্ত্রধারী বিভীন্ন আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র বিরতি দিয়ে পার্বত্যঅঞ্চলে শান্তি ফিরিয়ে আনার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *