রাঙ্গামাটিতে সুভাষ ও মনি দম্পতিকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন

জাতীয়

আরিফুল ইসলাম,রাঙ্গামাটি:

বিগত ১৯ শে আগস্ট ২০২২ ইং তারিখে রাঙ্গামাটি পৌর কলোনি এলাকায় আনুমানিক রাত সাড়ে আট ঘটিকার পূর্ব শত্রুতার জের ধরে সুভাস ও তার স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় তার স্বধর্মীয় ব্যাক্তিদের দ্বারা নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, এলাকার কিছু দুষ্কৃতী লোক রাতের আঁধারে ঘরে ঢুকে সুভাষ দাস ও তার স্ত্রী মনি দাস’কে বেধড়ক মারধর করে। এবং তাকে ও তাঁর স্ত্রীকে ঘর থেকে টেনেহিঁচড়ে বাহির করে। একপর্যায়ে পাশবর্তী একটি নারকেল গাছের সাথে বেঁধে এই দম্পতিকে নির্মমভাবে মারধর করা হয়।

পরবর্তীতে এলাকাবাসী তাদের উদ্বার করে এলাকার লোকজন দু’জনকে চিকিত্সার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠায়। দুঃখের বিষয় হলো এই ঘটনার ৪/৫ দিন অতিবাহিত হলেও এলাকার জনপ্রতিনিধি অপরাধীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। থানায় মামলা হয়নি। এমনকি এই ঘটনা এখন পর্যন্ত কোন মিডিয়ায় প্রকাশ হয়নি!

আমাদের ধর্মীয় পরিচয় এর আগে আমরা সবাই মানুষ! এই ন্যাক্কারজনক ঘটনায় যারাই জড়িত তারা মানবতার শত্রু, মানুষ জাতির শত্রু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *