রাঙ্গামাটির বিলাইছড়িতে সেগুন গাছ বিক্রি ও কাটা নিয়ে ক্রেতা বিক্রেটার মাঝে বাক- বিতণ্ডায় ও মারামারিতে ১ জন নিহত

জাতীয়

আরিফুল ইসলাম সিকদার:

রাঙ্গামাটির বিলাইছড়িতে সেগুন বাগানের গাছ বিক্রি এবং কাটা নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে বাক-বিতণ্ডা ও মারামারিতে ০১ জন নিহত হয়েছে বলে জানান, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর ।তিনি আরো জানান,ঘটনাস্থল ১ নং জীবতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কৌশল্যগোনা মৌজার নামক স্থান মৃত- ব্যক্তির সেগুন বাগানে।

তবে এরা সবাই বিলাইছড়ি উপজেলার ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের ভোটার বলে জানা যায়।অর্থ্যাৎ ঘটনা স্থল কেংড়াছড়ি ও জীবতলী সীমানা এলাকায় বলে জানা যায়।
নিহত ব্যক্তির নাম মোঃইব্রাহীম আকন(৫৫)।পিতাঃ- মৃত- লাল মোহাম্মদ আকন।সাং কেংড়াছড়ি বাজার,

রবিবার (১৮ সেপ্টেম্বর) সময়ঃ ১২ঃ০০ ঘটিকায় বিলাইছড়ি উপজেলার ০২ নং কেংড়াছড়ি ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড পূর্বপাড়া মসজিদের দক্ষিণ পাশে মোঃ ইব্রাহিম -এর সেগুন বাগানের ১০০ গাছ গত ০১ বছর আগে মোঃ মিন্টু মিয়া নামক লোকের কাছে বিক্রি করে।

তারই পরিপ্রেক্ষিতে অদ্য তারিখে মালিক বাগানে এসে একপাশের ১০০ টি সেগুন গাছ মার্কার করতে লাগে, কিন্তুু মিন্টু মিয়া বলে সেগুলো নিবেনা।

সে দেখেশুনে পুরো বাগানের মোটা গাছ দেখে মার্কার করে কাটবে এই নিয়ে বাক-বিতণ্ডের এক পর্যায়ে মিন্টুর সাথে থাকা মস্তুু ও বাবলু ০৩ জন মিলে ইব্রাহিম এর সাথে হাতাহাতি ও মারামারি সংঘটিত হয়।

০৩ জন মিলে ইব্রাহিম কে বেদম প্রহার করে বাগানের নিচে ফেলে দেয়,চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ইব্রাহিমকে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা শেষে উক্ত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

 

অভিযুক্ত ব্যক্তির একজনের নামঃ মিন্টু মিয়া (মন্টু) (৫৫),পিতাঃ মৃত আজিজ,অন্যজন হলো নামঃ বাবুল (৩৫)পিতাঃ মৃত হেলাল।

আরেকজন নামঃ গোলাম মোস্তফা(৩৫)।পিতাঃ হাবিবুর রহমান, সর্বসাংঃ কেংড়াছড়ি ০৩ নং ওয়ার্ড,থানাঃ বিলাইছড়ি,জেলাঃ রাঙ্গামাটি।
এতে পুলিশ ২ জনকে গ্রফতার করেছে বলে জানা গেছে।
এবিষয়ে বিলাইছড়ি থানা পুলিশ কতৃক আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানা যায়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *