
রাজধানীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে সিএনজিচালিত এক অটোরিকশা চালক প্রাণ হারিয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) জুরাইন এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার শিকার ওই অটোচালকের নাম পাপ্পু শেখ (২৮)পাপ্পুকে ঢামেকে নিয়ে আসা খালাতো ভাই সম্রাট জানান, পাপ্পু অটোরিকশা চালান। পরিবার নিয়ে থাকেন জুরাইন মিষ্টির দোকান এলাকায়। সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন পাপ্পু। এর ১০ মিনিট পরই খবর আসে, জুরাইন গ্যাস পাইপ কনকর্ড স্কুলের সামনে গুলা করে ফেলে রাখা হয়েছে তাকে। পরবর্তীতে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে গিয়ে পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় স্বজনরা পাপ্পুকে ঢামেকে নিয়ে আসেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
শেয়ার করুন



