রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে মানববন্ধন

জাতীয়

 

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

মোংলায় রাজনৈতিক দলগুলোর সংঘাতহীন শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শনিবার (০৩ জুন) সকাল ১০ টায় মোংলা উপজেলা শান্তি সম্প্রীতি সহায়ক গ্রুপের (পিএফজি) আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পৌর শহরের রিমঝিম হল চত্বর এ মানববন্ধনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন সামাজিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই” প্রতিপাদ্যে আলোচনা সভায় সভাপতিত্ব শান্তি সম্প্রীতি সহায়ক গ্রুপের (পিএফজি) মোংলার সমন্বয়কারী সুজন সম্পাদক মোঃ নূর আলম শেখ।

মানববন্ধনে বক্তারা বলেন স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের শত্রুরা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চায়। মানুষের জীবন-জীবিকাকে হুমকির মধ্যে ফেলে এবং শান্তি-সম্প্রীতি বিনষ্ট করে আর যাই হোক গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়না। পরমত সহিষ্ণুতা, বাক স্বাধীনতা, জনগনের সম্মতির শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি গণতন্ত্র সফলতার অন্যতম শর্তাবলী। বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে বিদেশী হস্তক্ষেপ নয় রাজনৈতিক দলগুলির মধ্যে সমঝোতা চাই। উন্নয়নের রোল মডেলের পাশাপাশি গনতন্ত্রেরও রোল মডেল হতে পারে বাংলাদেশ।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ইয়ুথ লিডার, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, জাতীয় পার্টির নেতা এরশাদুজ্জামান সেলিম, সিপিবি নেতা কমরেড নাজমুল হক, ওয়ার্কার্স পার্টির নেতা মোঃ হারুন গাজী, জাসদ নেতা হাবিব মাষ্টার, নারীনেত্রী কমলা সরকার, ইয়ুথ পিস্ এম্বাসেডর সাংবাদিক শেখ রাসেল, ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্রলীগ নেতা শিকদার ইয়াসিন আরাফাত, ইয়ুথ পিস্ এম্বাসেডর সুষ্মিতা মন্ডল, ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্রদল নেতা মোঃ নাসির হোসেন, ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্র ইউনিয়ন নেতা মেহেদী হাসান বাবু প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ মোংলা উপজেলায় আগামীতে সব নির্বাচনে সংঘাতহীন শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার অঙ্গিকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *