রাজমহলে ইফতারসামগ্রীতে তেলাপোকা, ‘স্বপ্ন’-তে তরমুজে অতিরিক্ত দাম

সিলেট

সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় রাজমহল ও স্বপ্ন সুপারশপকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালন করে এ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করে।

অভিযানে শিবগঞ্জে অবস্থিত রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুডসের ইফতার সামগ্রী তৈরির স্থান অপরিচ্ছন্ন, নোংরা এবং তেলাপোকা থাকার কারণে অর্থদণ্ড প্রদান করা হয়ে।

ভোক্তা অধিকার সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া বলেন- শিবগঞ্জে রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুড দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজমহলের ইফতার সামগ্রী তৈরির স্থান অপরিচ্ছন্ন, নোংরা পাওয়া যায়। একই সাথে খাবারে তেলাপোকা থাকায় তাদেরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়

শিবগঞ্জেই মেঘা শপ ‘স্বপ্ন’-তে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করে ভোক্তাদের ঠকানোর অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া বলেন- শিবগঞ্জের ‘স্বপ্ন’-তে ক্রয় মূল্য থেকে অতিরিক্ত বেশি দামে তরমুজ বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিলো। হাতে-নাতে এর প্রমাণ পেয়ে তাদেরকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ আরিফ মিয়া

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *