রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।
অবশ্য বিভাগজুড়ে পরিবহন ধর্মঘট ঘোষণা করায় বৃহস্পতিবার থেকেই আশেপাশের জেলা থেকে রাজশাহীতে আসতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশস্থল মাদরাসা মাঠে ঢুকতে না পারায় শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অবস্থান নিয়ে সেখানেই রাত কাটিয়েছেন তারা। অনেকে আশ্রয় নেন আত্মীয় বা অন্যান্য নেতা-কর্মীদের বাড়িতে।
সকালে পুলিশ মাদরাসা মাঠের গেট খুলে দিলে নেতাকর্মীরা সেখানে প্রবেশ করেন। নেতাকর্মীরা জানান, পরিবহন ধর্মঘটের কারণে আগেভাগেই রাজশাহী পৌঁছেছেন তারা। গণসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানির অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
শেয়ার করুন