রাতারগুল পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সিলেট

মিঠাপানির জলাবন রাতারগুল পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শামীম আলী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

পানিতে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর আজ শনিবার (২৯ জুন) দুপুর ১২টায় রাতারগুলের মোটরযান এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

শামীম সিলেট নগরের বাগবাড়ি এলাকার শাহজাহান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতারগুল জলাবনে বাইসাইকেল নিয়ে বেড়াতে গিয়েছিল কিশোর ও তরুণ বয়সের চারজন। সন্ধ্যা ৬টার দিকে রাতারগুলের খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চেঙ্গেরখাল নদের পানিতে নামে তারা। এ সময় শামীম পানিতে তলিয়ে যায়। তবে অন্য তিনজন পাড়ে উঠে আসে।

এক পর্যায়ে আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা নিখোঁজ কিশোরের সন্ধান চালালেও শুক্রবার উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আলো স্বল্পতায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়। আজ শনিবার সকাল থেকে মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের সন্ধান চালানো হয়। পরে দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, ‘শুক্রবার মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের লাশ আজ (শনিবার) দুপুর বেলা ১২টার দিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে সন্ধান চালায়। নদের পানিতে জাল ফেলে সন্ধান চালানোর এক পর্যায়ে নিহতের লাশ উঠে আসে।’

তিনি আরো বলেন, ‘পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *