রাত পোহাতেই জামিন, ফুলের মালা দিয়ে বরণ জুলাই আন্দোলনে হামলার আসামিকে

সিলেট

সিলেটে রাতে গ্রেফতার হয়ে দুপুরেই জামিনে বের হয়ে গেছেন জুলাই আন্দোলনে হামলার অভিযোগে গ্রেফতার হওয়া শ্রমিক নেতা জাকারিয়া আহমদ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

জানা গেছে, জুলাই আন্দোলনে হামলার ঘটনায় সিলেট মহানগরে পাঁচ মামলার এজহারভুক্ত আসামি ছিলেন তিনি। এছাড়া সংগঠনের অর্থ আত্মসাৎসহ নানা কারণে সমালোচিত ছিলেন এই নেতা।

এদিকে দুপুর থেকেই সিলেটের শ্রমিক নেতারা আদালত প্রাঙ্গনে গিয়ে উপস্থিত হোন। পরে জামিনে মুক্তি পেলে জাকারিয়ার গলায় ফুলের মালা দেন শ্রমিকরা। পরে আদালত চত্বরে মিছিলও করেন তারা।

উল্লেখ্য, জামিনে বের হওয়া জাকারিয়া সিলেট জেলা সিএনজিচালিত আটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি। এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *