রাত ১০টার পর রাস্তায় আড্ডা দিলেই গ্রেফতার!

সিলেট

এবার ময়মনসিংহ নগরীর বাঘমারা এলাকায় রাত ১০টার পর বখাটে যুবকদের রাস্তায় আড্ডারত অবস্থায় পাওয়া গেলে তাদেরকে গ্রেফতারসহ কঠোর আইনের আওতায় আনা হবে। ময়মনসিংহ নগরীর আইনশৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, চুরি-ছিনতাই রোধ ও মাদক দমনে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভায় কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ এ কথা বলেন।

গত বুধবার রাতে নগরীর ১৭ নম্বর বিটে বাঘমারা কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা হয়। যারা রাতে আড্ডা দেয় তাদের মধ্যে থেকে অনেকে নানান অপরাধে জড়িয়ে পড়ে। তাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা সদস্যের প্রতি আহ্বান জানান ওসি শাহ কামাল আকন্দ।

তিনি বলেন, শিক্ষার নগরী ময়মনসিংহ। এই নগরবাসির শান্তি, শৃংখলা, শিক্ষার্থীদের নিরাপদে স্কুল-কলেজে আসা যাওয়া নির্বিঘ্ন করতে আইনশৃংখলা বাহিনী তথা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চুরি-ছিনতাই রোধসহ মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে।

ওসি আরো বলেন, ‘মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। তথ্যদাতাদের নাম-ঠিকানা গোপন রাখা হবে। কোতোয়ালি মডেল থানা এলাকায় অপরাধীদের কোনো জায়গা নেই। অপরাধী কিংবা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কারো বিরুদ্ধে থানায় অভিযোগ, জিডি বা মামলা করতে কোনো ধরনের অর্থের প্রয়োজন হয় না। দায়িত্বরত কোনো অফিসার অর্থ দাবি করলে থানার ওসিকে অবহিত করবেন। তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *