রায়নগর সোনারপাড়ায় এনআরবি ব্যাংকের পরিচালক ইমতিয়াজ আহমেদ’র ঈদ উপহার বিতরণ

সিলেট
এনআরবি ব্যাংক লিমিটেড’র শরীয়া বোর্ডের ভাইস চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী ইমতিয়াজ আহমেদ এর পক্ষ থেকে বৃহত্তর রায়নগর গরীব, অসহায়দের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) রায়নগর সোনারপাড়াস্থ আব্দুর রহমান জামিলের রাসোস-৩১ নম্বর বাসার প্রাঙ্গনে এই ঈদ উপহার বিতরণ হয়।

সাংবাদিক আতিকুর রহমান নগরীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল।

বক্তব্যে তিনি বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে এনআরবি ব্যাংকের পরিচালক ইমতিয়াজ আহমেদ এর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুদূর লন্ডন থেকে জন্মমাটির মানুষের ভালবাসায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপহার বিতরণ করছেন। আপনারা তাঁর জন্য দোয়া করবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এসএম শওকত আমিন তৌহিদ, এনআরবি ব্যাংক’র পরিচালক ইমতিয়াজ আহমদের ছোট ভাই ফয়সল আহমদ, ১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রব সায়েম, নিজাম উদ্দিন মজনু, আব্দুর রব সায়েম, নিহাদ আহমদ, হাসিবুর রহমান মাসুম, মাসুম আহমদ, রেদোয়ান আহমদ, আহমেদ মানিক, গিলমান আহমদ, সাদিকুর রহমান সাদি, সুজন আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *