নিজস্ব প্রতিবেদক : সিলেট যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে এসএমপির কোতোয়ালী থানার ৩৮/জিআর ৩৭৮/২২ নং বিষ্ফোরক মামলায় এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
সোমবার দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবদুল মোমেন এ আদেশ দেন।
এর আগে গত বুধবার মকসুদ আহমদকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁওস্থ তার নিজ বাড়ি থেকে ভোররাতে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর একটি টিম। পরে ওইদিন বিকালে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।