ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্লাবটির লেজেন্ডারি নাম্বার সেভেন জার্সির ওজন ধরে রাখতে পারছিলেন না কেউ। মারিয়ানো দিয়াজের পর এদেন হ্যাজার্ড—দুজনের কেউই সফল হচ্ছিলেন না।
হ্যাজার্ডের চুক্তির মেয়াদ আরও এক বছর ছিল, তবে দুইপক্ষের সমঝোতায় এবার দল ছেড়েছেন হ্যাজার্ড, দিয়াজও দল ছেড়েছেন ফ্রি-এজেন্ট হিসেবে।
নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ জানাচ্ছে, এবার নাম্বার সেভেন জার্সি পরবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এছাড়া ১১ নম্বর জার্সি পরে নতুন মৌসুমে খেলবেন রদ্রিগো গোয়েস।
রিয়াল মাদ্রিদ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিনিসিয়াস ও রদ্রিগোর নতুন জার্সি নম্বর প্রকাশ করে ছবি ছেড়েছে।
এছাড়া মার্কো অ্যাসেনসিও ফ্রি এজেন্টে ক্লাব ছাড়ছেন। তারও রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পিএসজি যাওয়ার পথে থাকা এই স্প্যানিশ উইঙ্গার পরতেন ১১ নম্বর জার্সি। আগামী মৌসুমে ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো ওই জার্সি পরে খেলবেন।
ভিনিসিয়াস সদ্য সমাপ্ত মৌসুমে খেলেছেন ২০ নম্বর জার্সি পরে। সোমবার রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ওই জার্সি তুলে দিয়ে গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমের প্রথম সম্পন্ন করেছে। ভিনির জার্সি পেয়েছেন ফেরান গার্সিয়া।
গার্সিয়া ২৩ বছর বয়সী স্প্যানিশ ফুল ব্যাক। খেলেন লেফট ব্যাকে। শেষ হওয়া মৌসুমে তিনি লা লিগার ক্লাব রায়ো ভায়োকানোর হয়ে খেলেছেন। রায়ো লিগ টেবিলে ১১ নম্বরে শেষ করেছে। সেখানে বড় অবদান আছে গার্সিয়ার।
সর্বশেষ ওই মৌসুমে লা লিগায় সবচেয়ে বেশি মিনিট মাঠে থাকা খেলোয়াড় ফেরান গার্সিয়া। তাকে কিনতে রিয়াল মাদ্রিদের খরচ হয়েছে পাঁচ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদ শেষ হওয়া মৌসুমে লেফট ব্যাক নিয়ে খুব ভুগেছে। ফারল্যান্ড মেন্ডি ইনজুরিতে পড়ার পর এডওয়ার্ড কামাভিঙ্গাকে খেলানো হয়েছে ওই পজিশনে।
স্প্যানিশ তরুণ ফেরান গার্সিয়া রিয়ালের একাডেমিতে বেড়ে উঠেছেন। ২০১৮ সালে সিনিয়র দলে যুক্ত করা হলেও ওই বছরই তাকে ধারে রায়ো ভায়োকানোর কাছে ছেড়ে দেওয়া হয়। ২০২০ সালে তাকে বিক্রি করে দেয় রিয়াল। তিন মৌসুমে ভায়োকানোর হয়ে ৭৯ ম্যাচ খেলা তরুণ ডিফেন্ডারকে আবার ফিরিয়ে আনল লস ব্লাঙ্কোসরা।
শেয়ার করুন