রেকর্ড গড়ে বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র হলেন মুহিবুর রহমান

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ প্রথম উপজেলা চেয়ারম্যান হয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। এবার বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনেও রেকর্ড গড়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে বেসরকারিভারে নব গঠিত পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ ঘরনার নেতা মুহিবুর রহমান।
তিনি ‘জগ’ প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৪৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ‘নৌকা’ প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট। যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মুমিন খান মুন্না ‘মোবাইল ফোন’ প্রতীকে ৩ হাজার ৭০ ভোট পেয়ে ৩য় হয়েছেন।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

এরআগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে চলে ভোট গ্রহণ। দুএকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্টু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ ভোট উৎসবে যোগ দেয় বিশ্বনাথ পৌররভার নাগরিকরা।
এছাড়াও বিএনপির বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন হ্যাঙ্গার প্রতীকে ৩ হাজার ১৭ ভোট, জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা শিব্বির আহমদ খেজুর গাছ প্রতীকে ১ হাজার ৪২৯, আল-ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চামচ মার্কায় ৮৩৮ ভোট ও যুক্তরাজ্য বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী শফিক উদ্দিন নারকেল গাছ প্রতীতে ভোট পেয়েছেন ৬৬৯ ভোট।

এদিকে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে সাবিনা ইয়াছমিন (চশমা), ৪,৫,৬ নং ওয়ার্ডে সাবেক মহিলা মেম্বার রাসনা বেগম (আনারস), ৭,৮,৯ নং ওয়ার্ডে সাবেক মহিলা মেম্বার লাকী বেগম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আর কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে রাজুক মিয়া রাজ্জাক (উঠপাখি), ২নং ওয়ার্ডে  সাবেক মেম্বার ফজর আলী (স্ক্রু ড্রাইভার), ৩নং ওয়ার্ডে মোহাম্মদ সুমন (উটপাখি), ৪নং ওয়ার্ডে মুহিবুর রহমান বাচ্চু (পাঞ্জাবী), ৫নং ওয়ার্ডে সাবেক মেম্বার রফিক হাসান (উটপাখি), ৬নং ওয়ার্ডে বারাম উদ্দিন (ডালিম), ৭নং ওয়ার্ডে সাবেক মেম্বর জহুর আলী (পাঞ্জাবী), ৯নং ওয়ার্ডে সাবেক মেম্বার শামীম আহমদ (পানির বোতল) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদের ভোট স্থগিত করায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *