আজ বুধবার ( ২৪ অক্টোবর ) রাত সোয়া ৮টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় এক ব্যক্তি খুনের ঘটনা ঘটেছে।
তার নাম আনোয়ার হোসেন (৪০)। তিনি ভোলা জেলার শ্যামপুর থানায় তোফাজ্জল হোসেনের ছেলে এবং সীমান্তিক সিলেটে চাকরি করেন।
পুলিশ এবং সীমান্তিক সূত্রে জানা গেছে , রাত সোয়া ৮টার দিকে হুমায়ুন চত্বর থেকে ফাঁড়ি পথে এগিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাহত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেয়ার করুন