রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র উদ্যোগে অসহায় দরিদ্রের মধ্যে ১৩ সার্ভিস প্রজেক্ট বিতরণ

সিলেট

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর উদ্যোগে অসহায় দরিদ্রের মধ্যে ১৩টি সার্ভিস প্রজেক্ট বিতরণ করা হয়েছে। আজ শনিবার ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ধারন গাজীপুর আব্দুল করিম চৌধুরী রোটারি স্কুলে অসহায় দরিদ্রের মধ্যে ১৩টি সার্ভিস প্রজেক্ট বিতরণ করা হয়।

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট প্রেসিডেন্ট আক্তার চৌধুরী রুবেল সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী পরিচালনায় উপস্থিত ছিলেন,  এরিয়া ডাইরেক্টর পিপি একেএম সামসুল হক দিপু,  এসাইন এসিস্টেন গর্ভনর পিপি বিকাশ কান্তি দাস, ডা. একরামুল হক চৌধুরী,  রোটা: পিপি নজির আহমদ আজাদ এমপিএইচএফ, পিপি মঈনুল ইসলাম হেলাল পিএইচএফ, পিপি আজিজুর রহমান পিএইচএফ, পিপি মো: রেহান উদ্দিন পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট আবিদুল বাচিত এমপিএইচএফ, রোটা: আসাদুজ্জামান রনি পিএইচএফ, রোটা: রাহাত আফজা মিলি, রোটা: সুলতানা চৌধুরী, রোটা: জুয়েল মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ।

অসহায় দরিদ্রের প্রজেক্ট সমূহ:
1.Scholarshipsfor meritorious students

2.Schoolbagpack distribution
3.Freemedicines distribution
4.InstalledTube Well
5.InstalledPublic Toilet
6.Farefor senior citizens
7.InstalledWater purification Machine
8.ProvidingLibrary
9.Farefor farmer
10.Sportsequipments for students
11.EducationInstruments distribution
12.Motherand Child healthcare conference
13.Hygienehabits awareness program for students
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *