রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

খেলাধুলা

গত জানুয়ারিতে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর পর প্রথম মৌসুমে শিরোপার দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় ম্যাচে এসে খাতা খুললেন শিরোপার।

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে নিজে জোড়া গোল করে দলকে এনে দিলেন কাঙ্ক্ষিত শিরোপা। এটা টুর্নামেন্টের ৪২ বছরের ইতিহাসে আল নাসরের প্রথম শিরোপা জয়।

শনিবার ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারায় আল নাসর।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে মাইকেলের গোলে এগিয়ে যায় আল হিলাল।

আল নাসরের বিপদ আরও বাড়ে ৭০তম মিনিটে আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকমকে ফাউল করে আল আমরি লাল কার্ড দেখলে। ৭৮তম মিনিটে বেঞ্চে বসে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড দেখেন দলটির নাওয়াফ বৌসাল।

এই দুই লাল কার্ডের মাঝে ৭৪তম মিনিটে খোলস ছেড়ে বেরিয়ে আসেন পর্তুগিজ ফরোয়ার্ড। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে আল ঘানাম বল নিয়ে বেরিয়ে গিয়ে নিচু ক্রস বাড়ান রোনালদোর উদ্দেশে। অনায়াসে বাকি কাজটুকু সারেন ররিয়াল মাদ্রিদের সাবেক তারকা। এই গোলেই সমতায় ফিরে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায় আল নাসর।

অতিরিক্ত সময়ে ৯৮তম মিনিটে আবারও রোনালদো ঝলক। এবার পোস্টে প্রতিহত হওয়ার পর ফিরতি প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন রোনালদো। এই টুর্নামেন্টে তার গোল হলো ৬টি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও সিআরসেভেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *