যুক্তরাজ্য থেকে আগামীকাল রোববার (১ ডিসেম্বর) দেশে ফিরছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম।
তিনি বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে রোববার সকাল ১০ টায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
বদরুজ্জামান সেলিম কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সভাপতিসহ বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক ও কবি নজরুল একাডেমির সভাপতিসহ সমাজিক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন কমিটিতে দায়িত্বপালন করেছেন।
রোববার সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছলে সিলেট মহানগর বিএনপির পক্ষে থেকে সংবর্ধনা প্রদান করা হবে।
এতে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব ও নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
শেয়ার করুন