র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর হাতে এক বনদস্যু গ্রেফতার হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে আপোষ মুন্ডা (৩২) নামের ওই বনদস্যুকে গ্রেফতার করে র্যাব।
আপোস মুন্ডা চুনারুঘাট থানার কাপাই চা বাগানের মৃত সন্তোষ মুন্ডার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম জানান, বনদস্যু আপোষ মুন্ডার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ বনের গহীনে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে র্যাব-৯।
শেয়ার করুন