সিলেটে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আরেক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১ টায় সিলেট এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব-৯।
আটককৃতের এম নিজাম উদ্দিন (৩৩) গোয়াইঘাটের মৃত নুর মিয়ার ছেলে এবং গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এম নিজাম উদ্দিন উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেট শহরে নিরীহ ছাত্র-জনতার উপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও বিগত সরকারের আমলে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন